আম লেবু শরবত
প্রয়োজনীয় উপকরনঃ (উপকরণের অনুমান আপনি নিজেও করে নিতে পারেন)
– কয়েকটা কাঁচা পাকা আম
– একটা লেবু
– কয়েক চামচ চিনি (পরিমাণ আপনার কাছে)
– পুদিনা বাটা সামান্য
– একটা কাঁচা মরিচ
– সামান্য ধনিয়া পাতা
– সামান্য বিট লবণ
– তিন গ্লাস ঠাণ্ডা পানি
– কয়েকটা কাঁচা পাকা আম
– একটা লেবু
– কয়েক চামচ চিনি (পরিমাণ আপনার কাছে)
– পুদিনা বাটা সামান্য
– একটা কাঁচা মরিচ
– সামান্য ধনিয়া পাতা
– সামান্য বিট লবণ
– তিন গ্লাস ঠাণ্ডা পানি
প্রণালীঃ

আজকাল আমের মত বাজারে প্রচুর লেবু পাওয়া যাচ্ছে।

আজকাল আমের মত বাজারে প্রচুর লেবু পাওয়া যাচ্ছে।

কাঁচা পাকা আম যাই হোক।

সব কিছু মিলিয়ে ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করুন।

ছাকুনী দিয়ে ছেঁকে নিন। দেখুন কেমন চমৎকার রং।

আহ……
(এবার একটু গোপন কথা বলি। এমন চমৎকার রং আনার জন্য আমরা একটু ফুড কালার ব্যবহার করেছিলাম যদিও আমি খাবার দাবারে যে কোন রং ব্যবহারের বিরুদ্বে। তবে জেনে রাখা ভাল, খাবার দাবারের রং পরিবর্তনের জন্য বাজারে ভাল কোম্পানির ফুড কালার পাওয়া যায়, যা স্বাস্থের জন্য ক্ষতিকারক নয়।)
Source: http://bit.ly/2WojYGF
একটি মন্তব্য পোস্ট করুন