শসার শরবত
উপকরণ
শসা কুচি এক কাপ, পানি দুই কাপ, পুদিনা পাতা কুচি দুই টেবিল টামচ, লেবুর রস এক টেবিল চামচ, কাঁচা মরিচ একটি (মিহি কুচি), লবণ পরিমাণ মত, বিট লবণ ১/২ চা-চামচ ও বরফ কুচি পরিমাণমতো।
প্রক্রিয়া
বরফ বাদে সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার ব্লেন্ডার থেকে শরবত গ্লাসে ঢালুন। গ্লাসে বরফ কুচি দিয়ে নিজের পছন্দমতো পরিবেশন করুন।
Source: http://bit.ly/2JjohPJ
একটি মন্তব্য পোস্ট করুন